উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ না হলে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের।

 



আবু সাঈদের রক্তে দেশ মুক্ত হলেও বৈষম্য কাটেনি রংপুরে, সম্প্রতি গণঅভ্যুত্থানে রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করা আবু সাঈদের এলাকা থেকে উপদেষ্টা পরিষদের কেউ জায়গা না পাওয়ায় হতাশা ও ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও রংপুরের নাগরিক সমাজ।

উত্তর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে ফের আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে ১৬ জুলাই রাজপথে বুক চেতিয়ে দাঁড়িয়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। শিক্ষার্থীদের আন্দোলন মুহূর্তেই গণআন্দোলনে রূপ নেয়।

এরপর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনা, ২১ জন উপদেষ্টা নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস। সর্বশেষ ১০ নভেম্বর অন্তবর্তী সরকারে যুক্ত হন আরো নতুন তিন উপদেষ্টা।

তবে উপদেষ্টা পরিষদের আকার বাড়লেও এতে স্থান হয়নি আবু সাঈদের রংপুর অঞ্চলের কারো যা নিয়েসামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া  শুরু হয়।  শিক্ষার্থীরা বলেন বৈষম্য দূর করতে যে বিপ্লব সংঘটিত হয়েছে সেখানে আবারও বৈষম্য কেন আন্দোলনের সুতিকাগার আবু সাঈদের রংপুরকে বাদ দিয়ে কেন একটি নির্দিষ্ট বিভাগ থেকে এত উপদেষ্টা নেয়া হচ্ছে প্রশ্ন তোলেন তা নিয়েও।

সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন আবু সাঈদ সহ শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়তে যেই স্বপ্ন দেখিয়েছে, তারা সেই স্বপ্ন নষ্ট হতে দেবেন না।


Post a Comment

Previous Post Next Post

Contact Form